বিদেশিনীকে একা পেয়ে কুপ্রস্তাব, অতঃপর...

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৮ নভেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
বিদেশিনীকে একা পেয়ে কুপ্রস্তাব, অতঃপর...
ছবি: এনডিটিভি

শ্রীলঙ্কায় ঘুরতে আসা নিউজিল্যান্ডের এক নারী পর্যটককে সরাসরি যৌন যৌনসঙ্গমের প্রস্তাব দেন স্থানীয় এক যুবক। এছাড়াও ওই নারীর সঙ্গে অশালীন আচরণও করেন যুবকটি। আর এসব অভিযোগে শ্রীলঙ্কান ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গেছে, অটোরিকশায় ওই নারীকে একা পেয়েই এমন কাণ্ড ঘটান ওই যুবক।পরে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে নিউজিল্যান্ডের ওই নারী পর্যটক ঘটনার বিস্তারিত সামনে আনেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কায় অটোরিকশায় করে ভ্রমণ করছিলেন নিউজিল্যান্ডের ওই নারী পর্যটক। এ সময় স্থানীয় এক যুবকের দ্বারা যৌন হয়রানি ও অশালীন আচরণের শিকার হন তিনি। 

ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে তিনি সেই ঘটনার বিস্তারিত বর্ণনাও দেন। যা পরে খুব দ্রুত ভাইরাল হয়ে যায়।

মূলত ভ্রমণের সময় স্কুটার চালানো এক ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করার পরই ঘটনাটি ঘটে। 

ভিডিওতে দেখা যায়, ওই যুবক তাকে যৌনসঙ্গমের প্রস্তাব দেওয়ার পর প্রকাশ্যে অশালীন আচরণ করেন। এ ঘটনায় অভিযুক্ত ২৩ বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ভিডিওতে ওই নারী পর্যটক বলেন, দিনটি তার খুব ভালোভাবেই শুরু হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই পরিস্থিতি পালটে যায়। 

তিনি জানান, স্কুটার চালানো লোকটি বারবার ধীরে চলছিল আর থেমে যাচ্ছিল, ফলে তাকে ওভারটেক করতে হচ্ছিল। কিছুক্ষণ পর আবার সেই লোকটি গতি বাড়িয়ে তাকে পেরিয়ে সামনে চলে যাচ্ছিল।

প্রথমদিকে তিনি ভদ্রতা দেখিয়ে হাসিমাখা মুখে তাকে দেখলেও পরক্ষণেই তার আচরণ অস্বস্তিকর হয়ে ওঠে এবং তাকে উপেক্ষা করতে শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত যুবক অন্য রাস্তায় চলে যাওয়ায় তিনি ভেবেছিলেন লোকটি হয়তো চলে গেছে। কিন্তু কিছুক্ষণ পর আবার সে ফিরে আসে।

ভুক্তভোগী নারী বলেন, আমি রাস্তার পাশে একটু থেমে বিশ্রাম নিচ্ছিলাম, পানি পান করছিলাম— হঠাৎ সে আবার হাজির। স্কুটার থেকে নেমে কথা বলতে আসে। ভাষাগত কিছু সমস্যা ছিল, কিন্তু আচরণ বন্ধুসুলভ মনে হওয়ায় কথা বলার যুযোগ দিয়েছিলাম। কিন্তু খুব দ্রুতই কথোপকথন অস্বস্তিকর হয়ে ওঠে। সে জানতে চায়, আমি কোথায় থাকছি— তখনই বুঝে যাই বিষয়টি কোন দিকে যাচ্ছে।

এরপর লোকটি যৌনসঙ্গমের প্রস্তাব দেয় এবং ক্যামেরার সামনেই অশালীন আচরণ শুরু করে। ঘটনার আকস্মিকতায় আমি সেখান থেকে দ্রুত সরে যায়। 

ভিডিওতে ওই নারী পর্যটক আরও বলেন, ঘটনাটি তাকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে।

তিনি বলেন, বিশ্বাসই করতে পারিনি যে, সে এমন প্রশ্ন করবে। আমি ‘না’ বলার পরও সে এমন আচরণ করার দুঃসাহস দেখাল। মানুষকে খুশি রাখতে চাওয়ার প্রবণতা বাদ দিয়ে এ ধরনের ঘটনায় জোরালোভাবে প্রতিবাদ জানানোই উচিত।

এছাড়া নারী হিসেবে একা ভ্রমণের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, আমি এ ঘটনার জন্য আমার পুরো ভ্রমণ নষ্ট হতে দেব না। তবে এটা আমার আত্মবিশ্বাসে আঘাত করেছে। নারীর একা ভ্রমণের এটাই ঝুঁকি— যদিও এমনটা হওয়া উচিত না।