প্রস্রাব করা নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে হত্যা

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২০ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
প্রস্রাব করা নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে হত্যা
ছবি- সংগৃহীত

সিলেটে প্রস্রাব করা নিয়ে দ্বন্দ্বের জেরে আব্দুর রহমান নামের এক বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

বুধবার (১৯ নভেম্বর) শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুলে তুচ্ছ ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আব্দুর রহমান (৬৫) খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি একই এলাকার শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, বুধবার বিকেলে সড়কের পাশে অভিযুক্ত সুমন আহমদ প্রস্রাব করার সময় আব্দুর রহমান বাধা দেওয়ায় প্রথমে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর আব্দুর রহমানের ছেলে মারধর করলে সুমন পাল্টা ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন। সংঘর্ষে আহত আব্দুর রহমান ও অভিযুক্ত সুমন আহমদকে বুধবার রাতে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আব্দুর রহমান মারা গেলেও অভিযুক্ত সুমন আহমদ হাসপাতাল থেকে কোনো এক সময় পালিয়ে যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।