‘আ.লীগ তার পুরোনো সন্ত্রাসী চরিত্রেই বিদ্যমান’
কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ তার পুরোনো সন্ত্রাসী চরিত্রেই বহাল তবিয়তে বিদ্যমান বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
রাজধানীসহ দেশজুড়ে সাম্প্রতিক বাসে আগুনসহ জ্বালাও-পোড়াও ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রবাহের প্রসঙ্গ টেনে মির্যা গালিব বলেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার গ্রামের বাড়িতে গানপাউডার দিয়ে আগুন লাগিয়েছে আওয়ামী লীগ–ছাত্রলীগের সন্ত্রাসীরা।
এর আগে গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রামে যে সন্ত্রাসী আক্রমণ, গত কয়েক দিনে ঢাকায় যে আগুন লাগানো, হাসিনার নামে যারা মামলা করছে তাদের দেখে নেওয়ার হুমকি — এই সব মিলিয়ে আওয়ামী লীগ তার পুরোনো সন্ত্রাসী চরিত্রেই আছে’।

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এই সহকারী অধ্যাপক বলেন, ‘আর এই সন্ত্রাসী এন্টারপ্রাইজের কাল্ট সিম্বোল হলো শেখ মুজিব, শেখ হাসিনা, ধানমন্ডি ৩২, আর মুক্তিযুদ্ধের আবেগ বিক্রির ইন্ডাস্ট্রি। আর এই সন্ত্রাসের স্লোগান হইলো জয় বাংলা।’
তার মতে, ‘আওয়ামী লীগ যতদিন একটা সন্ত্রাসী দল হিসাবেই থাকবে, ততদিন এই প্রত্যেকটা সিম্বোল এই দেশের সকল গণতন্ত্রকামী মানুষের আক্রোশের জায়গা হবে। নো কম্প্রোমাইস।’
এর আগে গত ১৭ নভেম্বর স্বৈরাচারী খুনি হাসিনার বিচার ও রায় ঘোষণার দিন এক পোস্টে মির্যা গালিব লেখেন, ‘খুনি ফ্যাসিস্ট হাসিনার বিচার সত্যি সত্যি আমাদের চোখের সামনে হচ্ছে। এইটুকুই অনেক বড় শান্তি। আর কেউ যেন কখনো এই দেশে হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’।
