মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে যা বললেন উপদেষ্টা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে যা বললেন উপদেষ্টা
প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।ছবি: বাংলাপোস্ট

মালয়েশিয়া থেকে কর্মী নিয়োগের বিষয়ে সম্প্রতি যে ১০টি শর্ত দেওয়া হয়েছে, তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে বাংলাদেশ শক্ত আপত্তি জানিয়েছে। একই সঙ্গে শর্তগুলো পূরণের সময়সীমা বাড়ানোর দাবি করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের সুযোগ তৈরি এবং তা সব রিক্রুটিং এজেন্সির জন্য অবারিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানিয়েছি যে বেশির ভাগ শর্ত পূরণ করা সম্ভব নয়। এগুলো পূরণ করতে গেলে সিন্ডিকেট হবে আবার।’

ড. আসিফ নজরুল জানান, বাংলাদেশ চায় সুযোগ যত বেশি সম্ভব যেন অবারিত করা হয় এবং এ জন্য শর্তগুলো শিথিল করা জরুরি। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছে।

তবে শর্ত শিথিল না করা পর্যন্ত এবং শ্রমবাজার যথাসম্ভব সব এজেন্সির জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক আদান-প্রদান অব্যাহত থাকবে বলেও জানান উপদেষ্টা।

মালয়েশিয়ার শ্রমবাজার অতীতে বহুবার জটিলতা এবং সিন্ডিকেটের কারণে বন্ধ হয়েছে। ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে বাজারটি বন্ধ হওয়ার পর, ২০২১ সালের ডিসেম্বরে নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে ২০২২ সালে এটি পুনরায় চালু হয়। কিন্তু সম্প্রতি মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ অন্যান্য কর্মী প্রেরণকারী দেশ (যেমন: ভারত, নেপাল, মায়ানমার) থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে।

গত অক্টোবরের শেষের দিকে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে রিক্রুটিং এজেন্সির সংখ্যা যৌক্তিক করার জন্য ১০টি বাধ্যতামূলক মানদণ্ড নির্ধারণ করে। তাদের দাবি, এতে স্বচ্ছতা নিশ্চিত হবে।

এই শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

  • কমপক্ষে ৫ বছর কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে;
  • বিগত ৫ বছরে কমপক্ষে ৩ হাজার কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে;
  • অন্তত ৩টি ভিন্ন দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে;
  • কমপক্ষে ১০ হাজার বর্গফুটের নিজস্ব স্থায়ী অফিস থাকতে হবে;
  • নিজস্ব প্রশিক্ষণ সুবিধা থাকতে হবে; এবং
  • মানবপাচার, জোরপূর্বক শ্রম, মানি লন্ডারিং বা অন্য কোনো অপরাধে সংশ্লিষ্ট না থাকার রেকর্ড থাকতে হবে।

বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির মালিকদের সংগঠনসহ অনেকেই এই শর্তগুলোকে ‘অযৌক্তিক, অবাস্তব ও বৈষম্যমূলক’ বলে মনে করছেন। তাদের আশঙ্কা, এত কঠোর মানদণ্ড পূরণ করা অধিকাংশ এজেন্সির পক্ষেই সম্ভব নয়, যার ফলে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় হাতেগোনা কয়েকটি এজেন্সির (সিন্ডিকেট) নিয়ন্ত্রণে চলে যেতে পারে এবং অভিবাসন ব্যয় বাড়তে পারে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম; বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটিহেড অব মিশন দীপাক এলমার এবং আইএলও বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন।

এছাড়াও বিভিন্ন দূতাবাস, উন্নয়ন সহযোগী, জাতিসংঘ সংস্থা, রিক্রুটিং এজেন্সি, নিয়োগদাতা সংগঠন, শ্রমিক সংগঠন এবং অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।