মধ্যরাতে সাংবাদিককে তুলে ভোরে বাড়ি নামিয়ে দিল ডিবি
দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে নিজেদের কার্যালয়ে তুলে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম। ১০ ঘণ্টা আটকে রেখে অবশেষে বুধবার (১৯ নভেম্বর) সকালে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বাংলা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে তাকে সোহেলকে হুট করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়ে কিছুই জানাননি গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
তবে প্রকৃত কারণ কি সেটি জানিয়েছেন খোদ মিজানুর নিজেই।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকরের প্রেক্ষাপটে আগামী ১৬ ডিসেম্বর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয় বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। তিনি এর সঙ্গে যুক্ত। ডিবির কার্যালয়ে তাঁকে নিয়ে গিয়ে কর্মকর্তারা এই সংবাদ সম্মেলনের বিষয়ে কথা বলেছেন। ডিবির কর্মকর্তাদের কথায় তাঁর মনে হয়েছে, ওপরের মহলের নির্দেশনায় তাঁরা চান, এই সংবাদ সম্মেলন না হোক। এ জন্য তাঁকে একধরনের মনস্তাত্ত্বিক চাপ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভুল–বোঝাবুঝির কারণে তাঁকে আনা হয়েছিল, এমন মুচলেকা তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে।’
এর আগে মঙ্গলবার রাতে মিজানুর রহমানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাত ১২টার দিকে তাঁর বাড্ডার বাসা থেকে ডিবি পরিচয়ে কিছু লোক মিজানুরকে আটক করে নিয়ে গেছে।
