ঢাকা-৫ আসনে আজহারীর প্রার্থিতা নিয়ে যা বলল জামায়াত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড.মিজানুর রহমান আজহারী—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়েই সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা।
তবে খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন জামায়াতের একাধিক নেতা।
ঢাকা মহানগর উত্তর জামায়াত নেতা আতাউর রহমান বলেন, এই আসনে আমাদের প্রার্থী আগে থেকেই ঠিক করা। উনি সেখানে কাজও করছেন। মিজানুর রহমান আজহারীকে এই আসনে জামায়াতের মনোনয়ন দেওয়ার তথ্য সঠিক নয়।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনও বিষয়টি ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন।
এ ছাড়াও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেছেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।
একই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থীতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত।
অন্যদিকে, আজ দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টিকে সত্য মনে করেছেন। শুধু তাই নয় অনেকেই আজহারীকে অভিনন্দন জানাতে থাকেন। তবে এ ঘটনায় এখন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখাননি জনপ্রিয় এই ইসলামী বক্তা।
