কিবরিয়া হত্যাকাণ্ড: সন্ত্রাসী পাতা সোহেল-সুজন গ্রেফতার
পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার কিলিং মিশনে জড়িত বাকি দুই সন্ত্রাসী পাতা সোহেল ওরফে মনির হোসেন ও সুজনকে গ্রেফতার করেছে র্যাব-৪ এর একটি দল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার সাভার ও টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বিস্তারিত বুধবার (১৯ নভেম্বর) বেলা ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে জানাও হয়েছে র্যাবের পক্ষ থেকে।
এর আগে গত সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১২-এর ব্লক-সি, ৫ নম্বর রোডে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে বসেছিলেন গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত সরাসরি দোকানে ঢুকে পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই কিবরিয়াকে লক্ষ্য করে খুব কাছ থেকে মাথা, বুক এবং পিঠে পিস্তল ঠেকিয়ে উপর্যুপরি সাত রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
কিবরিয়া লুটিয়ে পড়লে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। একজন এলাকাবাসীর হাতে আটক হলেও বাকি দুজন অটোরিকশাযোগে পালিয়ে যান।
অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় দ্রুত রিকশা না চালানোয় রিকশা চালককেও গুলি করে দুর্বৃত্তরা। রিকশাচালক আরিফকে (২০) কোমড়ে গুলি করে রাস্তার পাশে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় তারা।
