তাইম হত্যা
হাবিবুরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যা করার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দায়ের করেছে প্রসিকিউশন।
বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি জমা দেওয়া হয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন: সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারী জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম , মো. মাসুদুর রহমান মনির, নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান, জাকির হোসাইন, মো. ওহিদুল হক মামুন, সাজ্জাদ উজ জামান, মো. শাহদাত আলী, প্রাথমিক তদন্তে জানা যায়, বাকিরাও পুলিশে কর্মরত ছিলেন।

তাইমের বাবা, ময়নাল হোসেন ভূঁইয়া, যিনি রাজারবাগ পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক, ঘটনার দিন ফোনে উর্ধ্বতন কর্মকর্তাকে জানান, “স্যার, আমার ছেলে মারা গেছে। বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে।”
এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হত্যাকাণ্ডের জন্য সংশ্লিষ্টদের দায়ীত্ব নির্ধারণে কাজ করছে।
বিপি/ এএস