রামপুরা হত্যাযজ্ঞ
রেদোয়ানুলসহ চারজনের বিচার শুরু
জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে রামপুরায় ২৮ জনের হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
বিচার শুরুতে আসামিদের অব্যাহতির আবেদন আইনজীবীদের পক্ষ থেকে খারিজ করা হয়। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান ও সহিদুল ইসলাম।
রেদোয়ানুল ও গ্রেপ্তার অপরজন মেজর মো. রাফাত বিন আলমের পক্ষে ছিলেন আইনজীবী হামিদুল মিসবাহ ও স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন।
পলাতক দুই আসামির মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। ট্রাইব্যুনাল পূর্বে তাদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে।
মামলার প্রসঙ্গে ট্রাইব্যুনাল সূত্র জানায়, রামপুরায় ২৮ জন নিহত হওয়ার সঙ্গে রেদোয়ানুল সরাসরি আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছিলেন। অন্যান্য আসামিরাও এই হত্যাযজ্ঞে নেতৃত্ব দিয়েছিলেন। প্রসিকিউশনের প্রতিবেদন অনুযায়ী চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ দাখিল করা হয়েছে এবং আদালতে বিচার কার্যক্রম শুরু হয়েছে।