‘আল্লাহর পরে আদালতকে সম্মান করি’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম
‘আল্লাহর পরে আদালতকে সম্মান করি’
বিএনপি নেতা ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধেতবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর তাকে সেই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে

সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

 

দাবি সংক্রান্ত শুনানিতে ফজলুর রহমান সকাল ১১টায় ট্রাইব্যুনালে হাজির হন। তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য আইনজীবী।

শুনানিতে ফজলুর রহমান বলেন, টকশোতে যা বলেছি, তা ছিল স্লিপ অব দ্য টাং। আল্লাহর পরে আদালতকে সম্মান করি। আমি নিঃশর্ত ক্ষমা চাই

এরপর ট্রাইব্যুনাল তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন।

বিপি/ এএস