রোজা–পূজা মন্তব্যে মামলা, প্রতিক্রিয়া জানালেন শিশির মনির

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০১ পিএম
রোজা–পূজা মন্তব্যে মামলা, প্রতিক্রিয়া জানালেন শিশির মনির
শিশির মনির। ছবি- সংগৃহীত

রোজাপূজাকে একই মুদ্রার এপিঠওপিঠ বলে মন্তব্য করার অভিযোগে সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছে

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য ডিবিকে নির্দেশ দেন।

বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার নিশ্চিত করেছেন।

 

মামলার অভিযোগে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জনগণের কাছে ধর্ম ও ধর্মীয় রীতিনীতি অত্যন্ত সংবেদনশীল বিষয়। আকারবিহীন আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা রোজাকে এবং সনাতন ধর্মাবলম্বীদের দেব-দেবীর আকৃতি দিয়ে পূজা করার রীতিকে একই উদাহরণে ফেলে মন্তব্য করা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ইউটিউব চ্যানেল DSNএ প্রচারিত এক ভিডিওতে শিশির মনির ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে এমন মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ধর্মীয় উদ্বেগ ও অশান্তির সৃষ্টি করেছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে শিশির মনির লিখেছেন, গত রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলার বাদীসাক্ষীরা ঢাকা আইনজীবী সমিতির সদস্য হলেও তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী বলে তার ধারণা

তিনি দাবি করেন, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে। এ বিষয়ে উপযুক্ত আদালতে যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

বিপি/ এএস