সালমান-সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
সালমান-সোহেলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
সালমান এফ রহমান ও সোহেল এফ রহমান। ছবি- সংগৃহীত

বেক্সিমকো এভিয়েশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ভাই গ্রুপ চেয়ারম্যান এ এস এফ রহমান (সোহেল এফ রহমান) সহ ছয়জনের নামে ঢাকার আদালতে মামলা দায়ের করেছেন তিন পাইলট।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালতে ক্যাপ্টেন মো. মাহবুব আলম, ক্যাপ্টেন মোহাম্মদ রাশেদুল আমীন ও ক্যাপ্টেন জাহিদুর রহমান মামলা দায়ের করেন।

অভিযোগে তারা জানান, তাদের মোট এক কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকার পাওনা এখনো পরিশোধ করা হয়নি।

 

এ মামলার অন্য আসামিরা হলেন বেক্সিমকো এভিয়েশনের আব্দুল্লাহ খান মজলিশ, তার ভাই ইমরান খান মজলিশ, গুলজার হোসাইন ও সৈয়দ সামিউল ওয়াদুদ (সামি ওয়াদুদ)।

বাদীপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম জানান, আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন সিআইডিকে।

তিনি বলেন, পাইলটরা বেক্সিমকো এভিয়েশনে চাকরি করতেন এবং হেলিকপ্টার সার্ভিসে দায়িত্ব পালন করতেন। তারা নিয়মিত বেতন পেলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের চাকরিচ্যুত করা হয় এবং পাওনা টাকার বড় অংশ পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন। আইনজীবীর দাবি, তদন্তে জানা গেছে প্রতিষ্ঠানটি ‘ভুয়া কোম্পানি’ হিসেবে পরিচালিত হচ্ছিল এবং তাদের কাছ থেকে সেবাগ্রহণের পর টাকার পাওনা দেওয়া হয়নি যা পাইলটদের কাছে প্রতারণা হিসেবে প্রতীয়মান হয়েছে।

আইনজীবী আরও জানান, পাইলটরা ২০২১ সালের বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন।

এদিকে, রাজনৈতিক পরিবর্তনের পর গত ১ আগস্ট সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয় এবং তিনি বর্তমানে কারাগারে আছেন বলে জানা গেছে

অভিযোগ রয়েছে সালমান এফ রহমান ও তার পরিবারের কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করছেন, তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি, প্লেসমেন্টসংক্রান্ত অনিয়ম ও বড় অঙ্কের ঋণসংক্রান্ত অভিযোগের কথাও বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যা বর্তমানে তদন্তাধীন বলে জানা যায়।

বিপি/ এএস