জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ফাইল ছবি

জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানোর মামলায় শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে মামলা আমলে নিয়ে ১০ ডিসেম্বরের মধ্যে তাদের হাজির করারও নির্দেশ দিয়েছে আদালত। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। 

মামলার অপর আসামী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখাতে আবেদন করেছে প্রসিকিউশন। ১০ ডিসেম্বর তার শুনানির দিন ধার্য করেছে আদালত। পাশাপাশি আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নিয়েছে আদালত। 

এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর।