দুপুরে গ্রেফতার বিকেলে জামিন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
দুপুরে গ্রেফতার বিকেলে জামিন
আশরাফুল আলম ওরফে হিরো আলম।ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় দুপুরেই গ্রেফতার হন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়েছেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর

শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান শুনানি শেষে তার জামিনের আদেশ দেন। হিরো আলমের আইনজীবী শান্তা সাছসিনা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা রিয়া মনির মামলায় এদিন দুপুরে গ্রেফতার করে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আদালতের এজলাসে তোলা হয়। এ সময় হিরো আলমের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। যদিও বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে। তবে উভয় পক্ষের শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করেন আদালত। এ সময় মামলার বাদী রিয়া মনি আদালতেই উপস্থিত ছিলেন।

এর আগে বেলা আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকা থেকে হিরো আলমকে গ্রেফতার করা হয়।

তার আগে, গত ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান আদালতে নিয়মিত হাজির না থাকায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই মোতাবেক গ্রেফতার হন হিরো আলম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেই সময় হিরো আলমসহ ১০/১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করেন।