1. হোম
  2. আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ এএম
নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫
ছবি- সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের মাইদুগুরির গাম্বোরু মার্কেট এলাকার একটি মসজিদে বৃহস্পতিবার নামাজের সময় বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

পুলিশ মুখপাত্র নাহুম দাসো জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তবে এখনও কোনো পক্ষ দায় স্বীকার করেনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের পর মার্কেট এলাকায় ধুলো উড়ছে এবং মানুষজন আতঙ্কিত হয়ে ছুটছেন। মসজিদের ইমাম ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মধ্যে নিহতের সংখ্যা ৫ থেকে ৮ জনের মধ্যে উল্লেখ করা হয়েছে।

মাইদুগুরি দীর্ঘদিন ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও আইএস পশ্চিম আফ্রিকা প্রদেশের তৎপরতার কেন্দ্রে রয়েছে। ২০০৯ সাল থেকে চলমান এই সহিংসতায় অন্তত ৪০ হাজার মানুষ নিহত এবং প্রায় ২০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে।

ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়, তবে বিস্ফোরণটি ওই অঞ্চলের দীর্ঘদিনের জঙ্গি সহিংসতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিপি/ এএস

ট্যাগ: মৃত্যু