1. হোম
  2. আন্তর্জাতিক

বিহারে মুসলমান ফেরিওয়ালাকে গণপিটুনিতে হত্যা

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
বিহারে মুসলমান ফেরিওয়ালাকে গণপিটুনিতে হত্যা
ছবি- সংগৃহীত

বিহারের নাওয়াদা জেলায় এক মুসলমান ফেরিওয়ালাকে নৃশংসভাবে মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি ৪০ বছর বয়সী মুহাম্মদ আতাহার হুসেইন।

৫ ডিসেম্বর রাতে নাওয়াদা জেলার রোহ থানার ভট্টা গ্রামে তার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও ১২ ডিসেম্বর তিনি মারা যান।

নিহতের স্ত্রী শবনম পারভিন জানান, ঘটনার রাতে কয়েকজন ব্যক্তি তার স্বামীর নাম জানতে চায়। নাম বলার সঙ্গে সঙ্গেই আট থেকে দশজন মিলে তাকে মারধর করা হয়। পরিবারের দাবি, চুরির মিথ্যা অভিযোগ তুলে তার ধর্মীয় পরিচয় নিশ্চিত করার পর নির্যাতন চালানো হয়হামলাকারীরা তাকে মৃত ভেবে পুলিশকে খবর দেয়

অভিযোগের বিপরীতে অভিযুক্তদের পক্ষও পাল্টা মামলা দায়ের করেছেতাদের দাবি, আতাহার হুসেইন গভীর রাতে একটি বাড়িতে ঢুকে ধরা পড়েছিলেন এবং তখন মারধর করা হয়েছেপুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে

নিহতের ভাই মুহাম্মদ চাঁদ বলেন, ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মুসলিম পুরুষরা নিরাপত্তাহীনতার কারণে বাইরে যেতে ভয় পাচ্ছেন। শবনম পারভিনও চিকিৎসার অনিয়মের অভিযোগ করেছেন, যার ফলে প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয়দের ভাষ্য, আতাহার হুসেইন দীর্ঘদিন ধরে কাপড় ফেরি করতেন এবং এলাকার সবাই তাকে চিনতেন। এই ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

বিপি/ এএস

ট্যাগ: হত্যা