1. হোম
  2. রাজনীতি

যে দল থেকে নির্বাচনে লড়বেন মেঘনা আলম

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম
যে দল থেকে নির্বাচনে লড়বেন মেঘনা আলম
মেঘনা আলম। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত মেঘনা আলম। তিনি ঢাকা-৮ আসন থেকে নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।

বুধবার (২৪ ডিসেম্বর) মেঘনা আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এই আসনটিতে আগে সম্ভাব্য প্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি, যিনি ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ফেসবুকে মেঘনা আলম জানান, ঢাকা-৮ আসনকে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন।

তিনি বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

এছাড়া মেঘনা আলম এই এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলবেন, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল এবং সাইকেল ব্যবহার করতে পারেন। তিনি ঢাকার এই এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

বিপি/ এএস