শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা অফিসে ভাঙচুর-হুঁশিয়ারি
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা অফিস খুলতে দেওয়া হবে না—এমন হুঁশিয়ারির মধ্যেই অফিসটিতে ভাঙচুর চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বিশ্ব জাগ্রত মঞ্চ–এর সদস্যরা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে একদল বিক্ষোভকারী বাংলাদেশের ভিসা অফিসের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা অফিসের গেট, জানালা ও সাইনবোর্ড ভাঙচুর করে।
বিক্ষোভকারীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ভিসা কার্যক্রম চালু করা ‘গ্রহণযোগ্য নয়’ এবং তারা যেকোনো মূল্যে অফিস খোলা ঠেকাবে।
বিক্ষোভ চলাকালে বিশ্ব হিন্দু পরিষদ ও বিশ্ব জাগ্রত মঞ্চের নেতারা প্রকাশ্যে ঘোষণা দেন, ‘বাংলাদেশের ভিসা অফিস এখানে খুলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’
এ ঘটনার ফলে শিলিগুড়ি ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, এ ঘটনা ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের জন্য সংবেদনশীল। শিলিগুড়ির বাংলাদেশ ভিসা অফিস উত্তরবঙ্গ ও আশপাশের অঞ্চলের হাজারো ভিসা প্রত্যাশীর জন্য গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। সেখানে এমন হামলা দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে ঘটনাটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হতে পারে।
আরও খবর
শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমির-ঘেরা কারাগার’ তৈরির প্রস্তাব ইসরায়েলি মন্ত্রীর
আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, ভয়ে কাঁপছে ইসরায়েল
সৌদি আরব থেকে ৫৬ হাজার পাকিস্তানি ভিক্ষুক বহিষ্কার
সৌদিতে বিরল তুষারপাত, মরুভূমি ঢাকল বরফে