২১ দিনে রেমিট্যান্স এল ২৩৩ কোটি ডলার
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
ফাইল ছবি
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
সোমবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২০০ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এছাড়া গত ২১ ডিসেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১৬ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৫৩৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ শতাংশ।
বিপি/আইএইচ