নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ চাই না: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন । ছবি- সংগৃহীত
বাংলাদেশে নির্বাচন কেমন হবে তা নিয়ে আমাদের প্রতিবেশীদের উপদেশ নেওয়ার প্রয়োজন নেই। ভারতকে উদ্দেশ্য করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ মন্তব্য করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। আমাদের স্বতন্ত্রভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার পুরো অধিকার রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠিত হলেও সেই সময় ভারত কোনো মন্তব্য করেনি।
তিনি আরও বলেন, ‘যদি ভারতের পরামর্শ অগ্রণী সরকারের কাছে আসে, তা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়গুলো স্বাধীনভাবে পরিচালনা করবে এবং বিদেশি কোনো চাপকে মানতে হবে না।
বিপি/ এএস