মরক্কোতে ভয়াবহ বন্যায় ৩৭ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
মরক্কোর বন্যার চিত্র। ছবি: দ্য নিউজ ইন্টারন্যাশনাল
মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে রোববার প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। রাজধানী রাবাত থেকে প্রায় ৩৩০ কিলোমিটার (২০৫ মাইল) দক্ষিণে অবস্থিত এই এলাকায় ভয়াবহ পরিস্থিতির কথা সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ২এম টিভি জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, বন্যার পর অন্তত ১৪ জন চিকিৎসাধীন।
প্রতিবেদন অনুযায়ী, মাত্র এক ঘণ্টার ভারি বৃষ্টিতে সাফির পুরোনো শহর এলাকায় ঘরবাড়ি ও দোকানপাটে পানি উঠে যায়। স্রোতে ভেসে যায় গাড়ি, আশপাশের বহু সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল।
এদিকে, সাত বছর ধরে চলা খরার পর মরক্কো এখন ভারি বৃষ্টি ও অ্যাটলাস পর্বতমালায় তুষারপাতের মুখে পড়েছে। দীর্ঘ খরায় দেশটির কিছু প্রধান জলাধার প্রায় শূন্য হয়ে গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সূত্র: রয়টার্স