Daily Bangla Post
  1. হোম
  2. আন্তর্জাতিক

চিলির নতুন প্রেসিডেন্ট কে এই কাস্ত?

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এএম
চিলির নতুন প্রেসিডেন্ট কে এই কাস্ত?
চিলির নবনির্বাচিত প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত। ছবি- সংগৃহীত

তিন দশকের বেশি সময়ের গণতান্ত্রিক ইতিহাসে চিলিতে প্রথমবারের মতো কট্টর ডানপন্থি নেতা হোসে আন্তোনিও কাস্ত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিপুল ভোটে জয়ী হয়ে তিনি বামপন্থি জোটের প্রার্থী জেনেট জারাকে পরাজিত করেন।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, প্রায় সব ব্যালট গণনা শেষে দেখা গেছে, আন্তোনিও কাস্ত পেয়েছেন ৫৮ শতাংশ ভোট।

নির্বাচনি প্রচারণায় কাস্ত অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, উত্তর সীমান্ত বন্ধ, অপরাধ দমনে কঠোর পদক্ষেপ এবং স্থবির অর্থনীতি পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দেন।

 

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, চিলির জনগণ পরিবর্তন চেয়েছে। একই সঙ্গে তিনি আইন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকার করেন।

নির্বাচনী জয়ের খবরে রাজধানী সান্তিয়াগোতে সমর্থকরা উৎসব করে। অনেকেই জাতীয় পতাকা হাতে নিয়ে কাস্তের পক্ষে স্লোগান দেন।

৫৯ বছর বয়সী হোসে আন্তোনিও কাস্ত এর আগে দুবার নির্বাচনে পরাজিত হলেও তৃতীয় প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। ফল ঘোষণার পর পরাজয় মেনে নিয়ে জেনেট জারা বলেন, জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে।

এরই মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাস্তকে অভিনন্দন জানিয়েছেন।

বিপি/ এএস