Daily Bangla Post
  1. হোম
  2. আন্তর্জাতিক

তিনদিন ধরে জ্বলছে নাগাল্যান্ড

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ এএম
তিনদিন ধরে জ্বলছে নাগাল্যান্ড

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের মনোরম জুকো উপত্যকায় ভয়াবহ দাবানল শুরু হয়েছে। গত তিন দিন ধরে উপত্যকার বিস্তীর্ণ অঞ্চল আগুনে পুড়ছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ভারতীয় জাতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, এই দাবানলের সূত্রপাত হয়েছে স্থানীয় চারজন ট্রেকারের অসাবধানতার কারণে।

গত শুক্রবার চারজন স্থানীয় ট্রেকার জুকো উপত্যকায় ট্রেকিং করতে গিয়েছিলেন।

উপত্যকার একটি স্থানে তাঁবু খাটিয়ে তারা ক্যাম্পফায়ার জ্বালান। এরপর পানির খোঁজে সেখান থেকে সরে যান।

ফিরে এসে তারা দেখেন, সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে দাবানলে পরিণত হয়েছে এবং তারা আগুনের মধ্যে আটকা পড়েছেন।

শনিবার ওই চারজন ট্রেকারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাঁবুর সামনে আগুন জ্বালানোর কথা স্বীকার করেছেন।

ট্রেকারদের উদ্ধারের সময় পর্যন্ত উপত্যকার প্রায় ১.৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল।

বর্তমানে কতখানি এলাকা আগুনে গ্রাস করেছে, তা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে শুষ্ক আবহাওয়া এবং জোর বাতাসের কারণে প্রতি মুহূর্তে দাবানল আরও বিস্তৃত হচ্ছে।