Daily Bangla Post
  1. হোম
  2. আন্তর্জাতিক

খাদে পড়ল স্কুলবাস, নিহত ১৭

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২২ এএম
খাদে পড়ল স্কুলবাস, নিহত ১৭
ছবি- সংগৃহীত

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যান্টিকুয়েনোর উপকণ্ঠে শিক্ষার্থীদের বহনকারী একটি স্কুল বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন

রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্থানীয় গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনদন জানান, বাসটি ক্যারিবিয়ান উপকূলীয় শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিওকুইনো হাই স্কুলের শিক্ষার্থীরা সমুদ্র ভ্রমণে গিয়েছিল।

তিনি বলেন, চলার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে প্রায় ৮০ মিটার গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

প্রশাসনের তথ্যমতে, দুর্ঘটনার শিকার বাসটিতে অ্যান্টিওকুইনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন। তারা টোলুর সমুদ্রতীরে গ্র্যাজুয়েশন উদযাপন শেষে মেদেলিনে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভ্রমণটি প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ ছিল না; শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এটি আয়োজন করেছিলেন।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও প্রকৃত কারণ জানা যায়নি। দেশটির সড়ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর কলম্বিয়ায় প্রতিদিন গড়ে ২২ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

সুত্র: রয়টার্সের

বিপি/ এএস