ভারতকে আবারও ‘কঠোর হুঁশিয়ারি’ পাকিস্তানের

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
ভারতকে আবারও ‘কঠোর হুঁশিয়ারি’ পাকিস্তানের
পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ছবি: জিও নিউজ

আঞ্চলিক নিরাপত্তার প্রসঙ্গ টেনে ভারতকে আবারও ‘কঠোর হুঁশিয়ারি’ দিয়েছেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান (চিফ অব ডিফেন্স ফোর্সেস) ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি বলেন— তারা যেন কোনো ভুল ধারণা বা আত্মপ্রবঞ্চনার শিকার না হয়। ভবিষ্যতে কোনো ভুল করলে পাকিস্তানের প্রতিক্রিয়া ‘আরও দ্রুত ও আরও কঠোর’ হবে।

একই সঙ্গে তালিবান সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে আসিম মুনির বলেন- তাদের সামনে দুটি পথ খোলা— সন্ত্রাসীদের সমর্থন করা বা পাকিস্তানকে বেছে নেওয়া। তবে এ দুটো এক সঙ্গে চলবে না।

রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) সোমবার পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে সম্মান জানাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় এক বক্তৃক্তায় তিনি এসব কথা বলেন।

এদিন পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত কন্টিনজেন্ট তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেয়। এ সময় সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।

সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা ফিল্ড মার্শাল আসিম মুনির এ সময় জেনারেল স্যালুট গ্রহণ করেন এবং গার্ড অব অনার পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নবীদ আশরাফ, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকি এবং তিন বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা।

মার্কা-এ-হক ও আধুনিক যুদ্ধ প্রস্তুতি

এ সময় কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে সিডিএফ আসিম মুনির জাতির অসাধারণ সাহসিকতার প্রশংসা করেন।

পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, তিনি ‘মার্কা-এ-হক’-এ পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদার ভূমিকা ভবিষ্যৎ সংঘাতের জন্য একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং যুদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

আসিম মুনির এ সময় তিন বাহিনীর সমন্বয় ও সংহতি নিশ্চিত করতে আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

ফিল্ড মার্শাল মুনির আরও বলেন— আধুনিক যুদ্ধের প্রয়োজন অনুসারে বাহিনীকে প্রস্তুত করা অত্যন্ত জরুরি, বিশেষ করে সাইবারস্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো নতুন উদীয়মান ক্ষেত্রগুলোতে। নতুন ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্স তিন বাহিনীর সামগ্রিক অভিযান সমন্বয় ও সামঞ্জস্যের কেন্দ্র হিসেবে কাজ করবে।

তিনি এমন এক সশস্ত্র বাহিনীর ভিশন তুলে ধরেন- যা হবে দেশটির ভবিষ্যতমুখী, যুদ্ধ-প্রস্তুত এবং জাতির পূর্ণ আস্থার প্রতীক।

এ সময় মার্কা-এ-হকের নায়কদের পাকিস্তান নৌবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।

নতুন ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্স: ঐতিহাসিক রূপান্তর

ফিল্ড মার্শাল আসিম মুনির নতুন প্রতিষ্ঠিত ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার্সকে একটি ঐতিহাসিক ও মৌলিক পরিবর্তন হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন— বর্ধিত ও পরিবর্তনশীল হুমকির প্রেক্ষাপটে তিন-বাহিনীর একীভূত কাঠামোর অধীনে মাল্টি-ডোমেইন অপারেশন আরও শক্তিশালী করা অত্যাবশ্যক।

প্রতিটি বাহিনী তাদের নিজস্ব পরিচয় ও প্রস্তুতি বজায় রাখলেও, এই সদর দপ্তর সব ধরনের অপারেশনের সমন্বয় করবে।

শত্রুদের উদ্দেশে স্পষ্ট সতর্কবার্তা

আসিম মুনির বলেন—ঐক্যবদ্ধ উচ্চ কমান্ড থাকা সত্ত্বেও, তিন বাহিনীই তাদের সাংগঠনিক কাঠামো ও অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন বজায় রাখবে।

এ সময় তিনি ভারতকে সতর্ক করে বলেন— ভারত যেন কোনো ভুল ধারণা বা আত্মপ্রবঞ্চনার শিকার না হয়। ভবিষ্যতে পাকিস্তানের প্রতিক্রিয়া ‘আরও দ্রুত ও আরও কঠোর’ হবে।

তিনি আরও বলেন— তালিবান সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে: তাদের সামনে দুটি পথ—সন্ত্রাসীদের সমর্থন করা বা পাকিস্তানকে বেছে নেওয়া। দুটো একসাথে চলবে না।

ফিল্ড মার্শাল মুনির বলেন— ‘আমি আবার বলছি, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। তবে আমাদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা বা সংকল্পকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না।’

তিনি ঘোষণা করেন— ‘পাকিস্তানের ধারণা অবিনশ্বর—যা রক্ষিত রয়েছে ঈমানদার যোদ্ধাদের অবিচল সংকল্প এবং ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে।’

মুনিরের নিয়োগ ও মেয়াদ

এদিকে গত ৪ ডিসেম্বর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (CDF) হিসেবে নিয়োগের সারাংশে সই করেন।

এছাড়া বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকির মেয়াদ দুই বছর বাড়ানো হয়।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সারাংশটি প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিলেন।

ফিল্ড মার্শাল মুনির পাঁচ বছরের জন্য সেনাপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন—এটি পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো একসাথে দুই শীর্ষ দায়িত্ব।

এদিকে, এয়ার চিফ মার্শালের বর্তমান পাঁচ বছরের মেয়াদ ২০২৬ সালের মার্চে শেষ হলে নতুন দুই বছরের বর্ধিত মেয়াদ শুরু হবে। সূত্র: জিও নিউজ