থাই-কম্বোডিয়া সীমান্তে প্রাণঘাতী সংঘাত, পালিয়ে যাচ্ছে হাজারো বাসিন্দা
নতুন করে আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছে এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। সংঘর্ষ বাড়ার পর সীমান্ত ছেড়ে পালিয়ে যাচ্ছে ওই এলাকার হাজার হাজার বেসামরিক মানুষ।
থাই সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বিরোধপূর্ণ সীমান্তে গোলাগুলির সময় একজন থাই সেনা নিহত হওয়ার পর দেশটির বিমানবাহিনী কম্বোডিয়ার সামরিক অবস্থানগুলোতে বোমা হামলা চালিয়েছে।
অন্যদিকে কম্বোডিয়া বলছে, তাদের উত্তরাঞ্চলীয় প্রদেশ প্রেহ ভিহিয়ার এবং ওডার মেইনচে-তে থাই সেনাবাহিনীর গুলিতে চার জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
থাইল্যান্ডের উত্তর-পূর্বের সি সা কেট ও উবন রাচাথানি প্রদেশেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
উভয় দেশই সহিংসতার একে অপরকে দায়ী করেছে। জুলাইয়ে যুদ্ধবিরতির পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘর্ষ।
মধ্যস্থতার মাধ্যমে ওই সমঝোতা চুক্তি করতে সাহায্যকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেছেন, নতুন করে সংঘর্ষ শুরু হলে ‘দশক ধরে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্থিতিশীল রাখার জন্য নেওয়া সূক্ষ্ম কৌশল ভেঙে পড়তে পারে’। সূত্র: বিবিসি
