কান্নার দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার মাহিরা, যা বললেন অভিনেত্রী

Bangla Post Desk
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
কান্নার দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার মাহিরা, যা বললেন অভিনেত্রী
অভিনেত্রী মাহিরা খান। ছবি: সংগৃহীত
মাহিরা খান ও ফওয়াদ খান পাকিস্তানি বিনোদন অঙ্গনের বহুল পছন্দের জুটি। দীর্ঘদিন পর দুজনকে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে ‘নীলোফার’ নামের একটি ছবিতে। যেখানে মাহিরা অভিনয় করেছেন দৃষ্টিহীন এক মেয়ের চরিত্রে।
 
সম্প্রতি ছবিটির একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, নীলোফার কান্নায় ভেঙে পড়ে হতাশায় নিজের মুখে আঘাত করছেন।
 
দৃশ্যটি ভাইরাল হওয়ার পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন মাহিরা। কেউ কেউ বলেন, দৃশ্যটিতে আবেগ যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারেনি এই অভিনেত্রী।
 
তবে এ নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন মাহিরা। সম্প্রতি আহমেদ আলী বাটের আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে মাহিরা খান জানান, তিনি দেখেছেন দৃশ্যটি কীভাবে অনলাইনে ছড়িয়ে পড়েছে ও নানা আলোচনা তৈরি করেছে। বিশেষ করে যেই মুহূর্তে তিনি নিজের মুখে আঘাত করেন—সেটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে।

হালকা হাস্যরস মিশিয়ে মাহিরা বলেন, আমি জানি, আমি কিছু করলেও ভাইরাল হব, না করলেও ভাইরাল হব।

তিনি আরও জানান, মাঝে মধ্যে সমালোচকদের এমন কথাবার্তা আমাকে ক্লান্ত করে তোলে।

দীর্ঘ দিন ধরেই পাকিস্তানের চলচ্চিত্র ও নাট্য শিল্পে শীর্ষ স্থান ধরে রেখেছেন মাহিরা খান। আন্তর্জাতিক মঞ্চেও তিনি সমানভাবে পরিচিত মুখ। তবে এই জনপ্রিয়তাই তাঁকে প্রায়ই সোশ্যাল মিডিয়া আলোচনার কেন্দ্রে নিয়ে আসে, যা মেনে নিলেও কখনো কখনো তিনিও ক্লান্ত হন।
 
বিপি/আইএইচ