পাকিস্তানে ভারত-সমর্থিত ১২ ‘সন্ত্রাসী’ নিহত
পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) বিরুদ্ধে কালাত জেলায় পরিচালিত গোয়েন্দা-নির্ভর অভিযানে ভারত-সমর্থিত ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এমনটাই নিশ্চিত করেছে আইএসপিআর।
পাকিস্তান আইএসপিআর জানায়, ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে পরিচিত বিএলএ—র সন্ত্রাসী কার্যকলাপের রিপোর্ট পাওয়ার পর অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনী সুনির্দিষ্ট স্থানে সন্ত্রাসীদের মোকাবিলা করে, প্রচণ্ড গোলাগুলির পরে মোট ১২ সন্ত্রাসীকে নিস্তেজ করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
নিহতরা ওই এলাকায় একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় আইএসপিআর।
কালাতে আরও সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা তা খুঁজে বের করতে এবং তাদের নিষ্ক্রিয় করতে সাড়াশি অপারেশন চলমান বলেও জানানো হয়।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, এ অভিযানে ‘আজম-এ-ইস্তেহকাম’ দৃষ্টিভঙ্গির আওতায় বৃহত্তর সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে কাজ করা হচ্ছে। যা জাতীয় কর্মপরিকল্পনা (NAP)-এর ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত।
পাকিস্তান আইএসপিআর আরও জানায়, বিদেশি-মদদপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদ নির্মূল করতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইনপ্রয়োগকারী সংস্থা সমগ্র দেশব্যাপী প্রতিশ্রুতিবদ্ধ।
