তুরস্কে বাস ও লরির সংঘর্ষ; নিহত ৭
তুরস্কের দক্ষিণাঞ্চলে আদানা-গাজিয়ানটেপ মহাসড়কে শনিবার (৬ ডিসেম্বর) ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। স্থানীয় গভর্নরের দপ্তরের বরাতে বার্তা সংস্থা এএফপি ইস্তাম্বুল থেকে এই খবর জানিয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুসারে, আদানা-গাজিয়ানটেপ মহাসড়কে একটি বাস সামনে থাকা একটি লরিকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে বাসটির একটি টায়ার ফেটে যায়।
দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, লরির পেছনে ধাক্কা লাগার কারণে বাসটির সামনের ডান অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। গাজিয়ানটেপ শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার (৫৫ মাইল) পশ্চিমে এই ঘটনাটি ঘটে।
গভর্নরের দপ্তর সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে নিশ্চিত করেছে যে নিহত এবং আহত সকলে বাসের যাত্রী ছিলেন। তাদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
ভাগ্যক্রমে লরিচালক এই দুর্ঘটনায় অক্ষত আছেন। ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করেছে এবং দুর্ঘটনাজনিত কারণে মহাসড়কটিতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
