ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র হামলা

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম
ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র হামলা
সম্প্রতি মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসেন মার্কিন কূটনীতিকরা। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত তিন দিনব্যাপী শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে।

আলোচনার শেষ দিন শনিবার (৬ ডিসেম্বর) ইউক্রেনের একাধিক শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক আকাশ হামলা চালায় রাশিয়া। বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তার সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের গঠনমূলক আলোচনা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, প্রকৃত শান্তির পথে যেকোনো অগ্রগতি এখন মূলত মস্কোর সদিচ্ছার ওপর নির্ভর করছে।

 

আলোচনায় কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি তুলে ধরা হয় যুদ্ধক্ষেত্রের ভয়াবহ পরিস্থিতি। সাম্প্রতিক সপ্তাহে পূর্ব ইউক্রেনে রুশ বাহিনী নতুন করে অগ্রসর হয়েছে।

শুক্রবার ভোর থেকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও সামরিকবেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ৬৫৩টি ড্রোন ও ৫১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ব্যাপক হামলা চালায়।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো জানান, দেশজুড়ে ২৯টি এলাকায় হামলার প্রভাব পড়েছে এবং এতে অন্তত আটজন আহত হয়েছে। হামলার ফলে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রিঅ্যাক্টরগুলোর নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।

জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে এবং রাজধানী কিয়েভের কাছে একটি রেলস্টেশন ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, তারা ৫৮৫টি ড্রোন ও ৩০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে মস্কো বলছে, তাদের হামলা কেবল সামরিক-বাণিজ্যিক স্থাপনা ও এসব স্থাপনার জ্বালানি সরবরাহ অবকাঠামো লক্ষ্য করেই পরিচালিত।

 

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতির কারণে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে। শুধু নভেম্বর মাসেই দোনেৎস্ক অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পোকরোভস্ক এলাকার ৫০৫ বর্গকিলোমিটার নিয়ন্ত্রণে নেয় রাশিয়াযা অক্টোবরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

গত মঙ্গলবার মার্কিন দূত উইটকফ ও কুশনার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। তার ধারাবাহিকতায় মায়ামিতে ইউক্রেনমার্কিন শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

পুতিন আবারও স্পষ্ট করে দিয়েছেন, ইউক্রেনের দাবিকৃত ভূখণ্ড নিয়ে নিজের অবস্থান থেকে তিনি সরে আসবেন না এবং রুশ বাহিনীকে শীতকালীন সামরিক অভিযান জোরদার করতে তিনি নির্দেশ দিয়েছেন।

বিপি/ এএস