গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৩
ভারতের পর্যটননির্ভর রাজ্য গোয়ার জনপ্রিয় রোমিও লেন নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২৩ জন নিহত হওয়ার খবর মিলেছে।
নিহতদের মধ্যে বেশ কয়েকজন পর্যটক ও রান্নাঘরের কর্মী ছিলেন। এছাড়া মৃতদের মধ্যে অন্তত তিনজন নারী রয়েছেন।
টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে জানা যায়, গভীর রাতের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বের হওয়ার আগেই ঘন ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান।
রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়েছে রান্নাঘর এবং তার আশপাশ থেকে এবং ধারণা করা হচ্ছে যে তারা সবাই সেই ক্লাবের কর্মচারী ছিলেন। এর বাইরে কয়েক জন পর্যটকের দেহও উদ্ধার করেছে পুলিশ।
আগুন নিয়ন্ত্রণে আসার পর রাজ্য পুলিশের মহাপরিচালক আলোক কুমার দিকে সাংবাদিকদের বলেছেন, ‘আগুন মূলত ক্লাবের রান্নাঘর এবং প্রথম তলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। উদ্ধার মরদেহগুলোর অধিকাংশই মিলেছে রান্নাাঘর এবং আশপাশের এলাকা থেকে। এ থেকে বোঝা যাচ্ছে যে নিহতদের অধিকাংশই ক্লাবের কর্মচারী ছিলেন। কয়েক জন পর্যটকের লাশও উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা ৩ থেকে ৪ জন হবে। তাদের নাম-পরিচয় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।’
এদিকে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করে হুশিয়ারি দিয়ে বলেন, অবহেলা প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্লাবটির কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হলেও বাকিরা মূলত ধোঁয়া শ্বাস নেওয়ায় প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং সকল মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভারতে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা নতুন নয়- নিরাপত্তা বিধি অমান্য, ভবনের নকশাগত ত্রুটি এবং অতিরিক্ত ভিড়কে এসব দুর্ঘটনার বড় কারণ হিসেবে দেখা হয়। সম্প্রতি হায়দরাবাদ, কলকাতা ও গুজরাটেও আগুনে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।
