এবার চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:২০ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
এবার চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার স্টেশনের কোবাদশেখ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাটি বুধবার ঘটলেও বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কোনো মামলা করেনি কর্তৃপক্ষ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

কেবল ট্রেনের একটু ক্ষতি হয়েছে। কে বা কারা এই পেট্রোল বোমা ছুড়েছে সেটি এখনও জানা যায়নি।