কুরআনের শপথ করে যে অভিযোগ অস্বীকার করলেন ওমর আবদুল্লাহ
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা সুনীল শর্মা দাবি করছেন, স্বায়ত্তশাসন ফেরানোর শর্তে ২০২৪ সালে বিজেপির সঙ্গে জোট গঠনের প্রস্তাব দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তবে পবিত্র কুরআনের শপথ করে দাবিটি অস্বীকার করেছেন ওমর আবদুল্লাহ।
জানিয়েছেন, ভারতের ক্ষমতাসীন দলটির সঙ্গে কোনো সময়ই রাজনৈতিক সমঝোতায় যেতে চাননি। সোমবার (১০ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ বিষয়ে বিজেপি নেতা শর্মা দাবি করেছিলেন, ২০২৪ সালে দিল্লিতে গিয়ে ওমর আবদুল্লাহ নাকি বিজেপির সঙ্গে সরকার গঠনের প্রস্তাব দেন। শর্ত ছিল রাজ্যের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।
শর্মা অভিযোগ করে বলেন, ‘যদি ওমর সাহেব সত্যবাদী হন, তাহলে মসজিদে গিয়ে কুরআন হাতে শপথ করে বলুন— তিনি দিল্লিতে সরকার গঠনের আলোচনায় যাননি। ওরা পরিবর্তনের ঢেউ ঠেকাতে মরিয়া, কিন্তু জনগণ এখন তাদের ভণ্ডামি বুঝে ফেলেছে।’
তার ওই বক্তব্যের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওমর আবদুল্লাহ লেখেন, ‘আমি কুরআনের কসম খেয়ে বলছি—২০২৪ সালে বা তার আগে কোনো সময়েই রাজ্যের স্বায়ত্তশাসন ফিরিয়ে দেওয়ার শর্তে বিজেপির সঙ্গে জোটের কোনো আলোচনা করিনি। জীবিকার জন্য কারও মতো মিথ্যা বলার প্রয়োজন আমার নেই।’
ওমর আবদুল্লাহ সাম্প্রতিক সময়ে বিজেপি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার দাবি, জম্মু ও কাশ্মীরে বিজেপির রাজনীতির মোকাবিলা করার মতো শক্তি এখন কেবল ন্যাশনাল কনফারেন্সেরই রয়েছে।
