থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবি, নিখোঁজ শতাধিক
শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে নৌকাডুবিতে ঘটনায়। এখন পর্যন্ত এক নারীকে মৃত এবং ১০ জনকে জীবিতঅবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির সমুদ্র কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তিন দিন আগে ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন,উত্তর মালয়েশিয়ার কেদাহ ও পেরলিস রাজ্যের সামুদ্রিক দফতরের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রমলি মুস্তাফা। তারা মিয়ানমারের বুথিডং এলাকা থেকে রওনা হয়েছিলেন। নিখোঁজদের মধ্যে আরও অনেককে সমুদ্রে পাওয়া যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক, দুইজন রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য ও একজন বাংলাদেশি পুরুষ। উদ্ধার হওয়া মরদেহটি এক রোহিঙ্গা নারীর।
মূলত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে নির্যাতন ও নাগরিকত্বহীনতার কারণে সময় সময় দেশটি থেকে পালিয়ে আসে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে তাদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হয় এবং বিভিন্ন ধরনের নিপীড়নের মুখে পড়তে হয়।
কেদাহ প্রদেশের পুলিশ প্রধান আদজলি আবু শাহ জানান, মালয়েশিয়াগামী এসব মানুষ প্রথমে একটি বড় নৌকায় উঠেছিলেন। কিন্তু সীমান্তের কাছাকাছি পৌঁছালে কর্তৃপক্ষের নজর এড়াতে তাদের তিনটি ছোট নৌকায় ভাগ হয়ে যেতে বলা হয়, যার প্রতিটিতে প্রায় ১০০ জন করে যাত্রী ছিলেন।
তিনি আরও জানান, বাকি দুটি নৌকার এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি এবং নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
