৩০ দিনে ২৫ হাজার রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

Bangla Post Desk
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত:০৮ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
৩০ দিনে ২৫ হাজার রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের
সেনা কমান্ডারদের সঙ্গে আলাপরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।ছবি: বিবিসি

কেবল গত অক্টোবর মাসেই ২৫ হাজার রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী।স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে এমনই দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের লক্ষ্য করে সফল ড্রোন হামলা চালিয়েছে। আর সেই ড্রোন হামলার ফুটেজ দেখে নিহত রুশ সেনাদের ওই সংখ্যা নিশ্চিত করেছে কিয়েভ।

জেলেনস্কি বলেন, অক্টোবর মাসে আমরা শত্রুপক্ষের ২৫ হাজার জনবল ধ্বংস করেছি। এটি একমাত্র ড্রোন হামলার কারণেই সম্ভব হয়েছে। এই সংখ্যাটি সম্পূর্ণ নির্ভুল। কারণ, প্রতিটি হামলার ভিডিও প্রমাণ আমাদের কাছে রয়েছে। পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এক মাসে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির সর্বোচ্চ সংখ্যা এটি।

তবে, রুশ বাহিনীর আক্রমণের মুখে পোকরোভস্ক শহরের পরিস্থিতি খুবই কঠিন বলে স্বীকার করেছেন জেলেনস্কি। সেখানে নিজেদের অবস্থান ধরে রাখতে ইউক্রেনীয় বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। সূত্র: বিবিসি