লিথিয়াম ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত কার্গো ভিলেজে

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১০ নভেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
লিথিয়াম ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত কার্গো ভিলেজে
ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লেগেছিল লিথিয়াম আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গিয়ে কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে আগুন লাগার পেছনে এই দুটি কারণ দেখানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লেগেছিল লিথিয়াম আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গিয়ে কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে আগুন লাগার পেছনে এই দূতি কারণ দেখানো হয়।

বিমানের তদন্তে আগুন লাগার দুটি কারণের কথা বলা হয়েছে। তাপ নিয়ন্ত্রণহীন অবস্থায় রাখা লিথিয়াম-আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়া অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

তদন্তে বিমানের গঠিত কমিটি দায় পেয়েছে আমদানি কার্গো কমপ্লেক্সের কুরিয়ার সার্ভিস পরিচালনাকারীদের সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি)।

এদিকে আগুন লাগার পেছনে কোনো নাশকতার প্রমাণ পায়নি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গঠিত তদন্ত কমিটি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে।

কুরিয়ার ভবনের লিজগ্রহীতা প্রতিষ্ঠানের আগুন সংক্রান্ত বিষয়ে ও নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ভূমিকা ছিল না বলে জানাচ্ছে বেবিচকের কমিটি। যে কারণে দুর্ঘটনার সম্পূর্ণ দায় কুরিয়ার সার্ভিস পরিচালনাকারী আইএইএবির বলে মনে করছেন তারা। জানা গেছে এই সংগঠনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে যাচ্ছে বেবিচক।