সরাসরি চুক্তিতে রাজশাহীতে শান্ত-তামিম

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১০ নভেম্বর ২০২৫, ১১:১৩ এএম
সরাসরি চুক্তিতে রাজশাহীতে শান্ত-তামিম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দল গোছানো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই ধারাবাহিকতায় জোড়া চমক দেখালো বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স।

সরাসরি চুক্তিতে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

দলের প্রধান কোচ হান্নান সরকার নিজেই তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

হান্নান সরকারের বলেন, ‘রাজশাহী দলে আমাদের প্রথম ডিরেক্ট সাইনিং- তানজিদ হাসান তামিম। আমি নিজেও আনুষ্ঠানিকভাবে হেড কোচ হলাম আজই। সামনে নিশ্চিতভাবেই আরও অনেক নাম আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে।’

তানজিদ তামিমের চুক্তির খবর ঘোষণার কিছুক্ষণ পরই আসে আরও বড় চমক! জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-কেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

দলের প্রধান কোচ হান্নান সরকার শান্তকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘তানজিদ তামিমই শুধু না, নাজমুল হোসেন শান্তও এবার খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। ব্যক্তিগতভাবে শান্তকে আমার দলে পেয়ে কোচ হিসেবে আমি বেশ খুশি। আমি জানি ওর সামর্থ্য সম্পর্কে। আমি জানি, ও কতটা ভালো করতে সক্ষম নিজের দিনে। খারাপ সময়ও হয়তো আসবে, কিন্তু শান্ত যেন রাজশাহীর হয়ে প্রত্যেকটা মুহূর্তই ভীষণ উপভোগ করে, এটাই চাওয়া।’