আসছে না শৈত্যপ্রবাহ, নভেম্বরে চলবে শীত-গরমের লুকোচুরি

Bangla Post Desk
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত:২০ নভেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
আসছে না শৈত্যপ্রবাহ, নভেম্বরে চলবে শীত-গরমের লুকোচুরি
ছবি : সংগৃহীত

নভেম্বরের মাঝামাঝি দেশে একটি শৈত্যপ্রবাহ আসার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটির দেখা মিলছে না আর। মাসের বাকিটা সময়েও দেখা মেলার সম্ভাবনা নেই শৈত্যপ্রবাহের। বরঞ্চ এই সময়টাতে চলবে শীত-গরমের লুকোচুরি খেলা। সারাদিন তাপমাত্রার পারদ বাড়তি থাকলেও রাতে কম থাকবে তাপমাত্রা।

এমনটাই জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানায়, দেশের কিছু অংশে শীতের অনুভূতি শুরু হলেও এখনও দেখা মেলেনি শৈত্যপ্রবাহের। বরং তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। এই তাপমাত্রা বৃদ্ধি স্বল্পস্থায়ী হলেও চলতি মাসে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের বাকি দিনগুলোতে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। এ সময়ে তাপমাত্রা কখনো বাড়বে, আবার কখনো কমবে। দেশের উত্তরের সীমান্তবর্তী এলাকা তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে দেশের দক্ষিণের টেকনাফে তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে।

এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।