বায়ুদূষণে দিল্লির কাছাকাছি খুলনা

Bangla Post Desk
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত:২৬ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
বায়ুদূষণে দিল্লির কাছাকাছি খুলনা
ছবি : সংগৃহীত

বায়ুদূষণের দিক দিয়ে শীর্ষ পাঁচ দূষিত শহরের প্রথম স্থানটা দিল্লী ধরে রেখেছে লম্বা সময় ধরেই। সেই ধারাবাহিকতা বজায় রেখে বুধবারও (২৬ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লী ১২৭ দেশের ভেতর ধরে রেখেছে নিজের শীর্ষস্থান।

কিন্তু এবারে হয়তো সেই শীর্ষস্থান হাতছাড়া হয়ে যেতে পারে ভারতের রাজধানী শহরটির। কেননা নয়াদিল্লীর কাঁধে নিঃশ্বাস ফেলছে যে বাংলাদেশের এক শহর। না সেটি ঢাকা নয়। বায়ুদূষণের দিক দিয়ে দিল্লীর একদম কাছাকাছি পৌঁছে গেছে খুলনা।

বুধবার সকাল আটটায় রেকর্ড করা আইকিউএয়ারের বায়ুমান অনুযায়ী দিল্লীর স্কোর ২৮৪। অপরদিকে বাংলাদেশের খুলনার বায়ুমান এ সময় রেকর্ড হয় ২৭৭। আর ঢাকার বায়ুর মান ২৩১।

একিউআই নির্দেশিকা অনুসারে, ০-৫০ স্কোর ‘ভালো’, ৫১-১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। ১০১-১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১-২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ মাত্রা নির্দেশ করে।

২০১-৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়- এ সময়ে শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১-৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।