হাসপাতালে ভর্তি পরীমনির ছেলে
বুধবার রাতেই ছেলের আহত হওয়া একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছেন, ‘দুর্ঘটনা’। এর বেশি বিস্তারিত কোনো তথ্য দেননি। এই মুহূর্তের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে নায়িকার সন্তান।
একটি সূত্র জানা গেছে , অভিনেত্রীর ছেলে পড়ে গিয়ে এমন আঘাত পেয়েছে যে চোখ ফুলে প্রায় বন্ধ অবস্থায় রয়েছে সারাক্ষণ। তবে আপাতত আগের তুলনায় সুস্থ।
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির ছেলের বয়স দু’বছর হতে চললো। কয়েকদিন আগেই ধুমধাম করে ছেলের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। সে সব ছবিও সমাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরী। এরপর নায়িকা নিজের জন্মদিনও উদযাপন করেন দুই ছেলেমেয়েকে নিয়ে।
পরীর পোস্ট দেখে বোঝা যাচ্ছে, পূণ্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কী করে এই দুর্ঘটনা তা নিয়ে কিছুই জানাননি। এদিকে পরীমনির ছেলের চোখে আঘাত দেখে ভক্তরাও দ্রুত তার সুস্থতার প্রার্থনা করেছেন।
অন্যদিকে, আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’। এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজ নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এ সিরিজে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। বিভিন্ন চরিত্রে আরও আছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, জিয়াউল হক পলাশসহ আরো অনেকে।