1. হোম
  2. বিনোদন

তারেক রহমানকে নিয়ে ন্যান্সির গান ‘নেতা আসছে’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ এএম
তারেক রহমানকে নিয়ে ন্যান্সির গান ‘নেতা আসছে’
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন কেবল রাজনৈতিক অঙ্গনেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ সাড়া ফেলেছে।

সেই অনুভূতি থেকেই প্রকাশ পেয়েছে নতুন গান ‘নেতা আসছে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ।
 
গানের কথায় উঠে এসেছে প্রত্যাবর্তনের প্রতীক্ষা ও আশাবাদের বার্তা- নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে। যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে।

‘নেতা আসছে’ গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে এর সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।

গানটি প্রকাশ করা হয়েছে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে। সেখানে প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক সাড়া দেখা গেছে। অসংখ্য অনুসারী মন্তব্যের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং গানটির প্রশংসা করছেন।

তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি এই গান নতুন করে আলোচনায় এনে দিয়েছে সাংস্কৃতিক মাধ্যমেও তার প্রত্যাবর্তনের প্রভাব।

বিপি/আইএইচ