মা-মেয়ে হত্যা: দায় স্বীকার করে যা বললেন সেই গৃহকর্মী
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মূল আসামি গৃহকর্মী আয়েশা আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) ছয় দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
এদিন রিমান্ড শেষে আয়েশাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করা হয়। পরে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান।
এর আগে, গত ১৫ ডিসেম্বর এ মামলার অপর আসামি ও আয়েশার স্বামী রাব্বি শিকদারও আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।
গত ১০ ডিসেম্বর সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে এই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত আয়েশার ছয় দিন ও রাব্বির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর বাদী আজিজুল ইসলামের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন আয়েশা। ৮ ডিসেম্বর সকালে আজিজুল কর্মস্থলে যাওয়ার পর তার স্ত্রী ও মেয়ের ওপর হামলা চালানো হয়। সকাল ১১টার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রীকে গলাকাটা অবস্থায় মৃত এবং মেয়েকে গুরুতর আহত অবস্থায় পান। হাসপাতালে নেয়ার পর মেয়েকেও মৃত ঘোষণা করে চিকিৎসকরা।
এদিকে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার দিন সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় ঢোকেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বেরিয়ে যান। এই দেড় ঘণ্টার মধ্যেই মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার পাশাপাশি সেই ফ্ল্যাটেও চালানো হয় লুটপাট।
বিপি/আইএইচ
আরও খবর
মেজর সাদিকের স্ত্রী ফের গ্রেপ্তার, এবার কোন মামলায়?
পাঁচ শতাধিক গুম-খুন: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ দাখিল
ট্রাইব্যুনালে সালমান-আনিসুলের শুনানি আজ
হাদিকে গুলি: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে
হাদিকে গুলি করা ফয়সালের সহযোগী গ্রেপ্তার