অভিনয় ছেড়ে দ্বীনের পথে মৌ

Staff Reporter
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত:০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
অভিনয় ছেড়ে দ্বীনের পথে মৌ
মৌ খান। ছবি- সংগৃহীত
দ্বীনের পথে জীবনযাপন করার জন্য অভিনয় ক্যারিয়ার ত্যাগ করার সিদ্ধান্ত ঢালিউডের লাস্যময়ী নায়িকা মৌ খান। শুক্রবার (৫ ডিসেম্বর) নিজের ফেসবুকে আইডিতে দেয়া একটি স্ট্যাটাসে এই ইঙ্গিত দিয়েছেন তিনি।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি লেখেন, আমার দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে আমি আর অভিনয় চালিয়ে যেতে চাই না।

মৌ বলেন, জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।

তিনি জানিয়েছেন, কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে, যা সম্মানিত পরিচালকদের সহায়তায় সম্পন্ন হবে। ভবিষ্যতে তিনি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন। তিনি অনুরোধ করেছেন, সবাই তাকে দোয়ায় রাখুক যেন তিনি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারেন।

শেষে তিনি বলেন, আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে।
 
উল্লেখ্য, ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মৌ। এরপর বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।
 
বিপি/এএইচ