কবে আসছে এয়ার অ্যাম্বুলেন্স, যা জানা গেল

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
কবে আসছে এয়ার অ্যাম্বুলেন্স, যা জানা গেল
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুল্যান্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। অনুমতি মিললে এয়ার অ্যাম্বুল্যান্সটি ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ আজ তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ফ্লাইট শিডিউল আবেদন করেছে। বেবিচক সেই আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
 
বেবিচক জানায়, কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্স পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এফএআই অ্যাভিয়েশন গ্রুপ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে।
 
ভাড়া করা এই এয়ার অ্যাম্বুল্যান্সটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০)—যা দীর্ঘ দূরত্বের মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইটে বহুল ব্যবহৃত। জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুল্যান্স ও মিশন-ক্রিটিক্যাল এভিয়েশন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিমানটি পরিচালিত হয়।

চ্যালেঞ্জার ৬০৪ তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা–লন্ডন মেডিক্যাল ট্রান্সফারের জন্য উপযোগী।

ফ্লাইট শিডিউলের চূড়ান্ত সরকারি অনুমোদন মিললেই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
বিপি/আইএইচ