কিশোরগঞ্জের নতুন ইউএনও সাবেক লাক্স সুন্দরী
বিনোদন প্রতিবেদক
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। ছবি : সংগৃহীত
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্বরত ছিলেন।
২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নেন সোহানিয়া। একই সঙ্গে `ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল' ক্যাটাগরিতে পুরস্কারও অর্জন করেন তিনি।
এরপর শোবিজে কিছু কাজ করেছেন তিনি। তবে নিয়মিত ছিলেন না। পড়াশোনার ব্যস্ততায় নিজেকে গুটিয়ে রেখেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী এই শিক্ষার্থী ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন।২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তিনি ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে নীলফামারী জেলার ৬ উপজেলার মধ্যে তিনটিতে আনা হয়েছে রদবদল। আজ ৪ ডিসেম্বর জেলার কিশোরগঞ্জে সোহানিয়ার যোগ দেওয়ার কথা।
জানা গেছে, পারিবারিকভাবে সোহানিয়া বড় হয়েছেন কর্মমুখর ও শিক্ষাবান্ধব পরিবেশে। তার বাবা ডা. আজিজুল হক খান সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা গৃহিণী। ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী। ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান তিনি। গান, একক অভিনয় এবং নাচে জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কারও পেয়েছেন। কাব স্কাউটে জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।
শিক্ষাজীবনে সমানতালে এগিয়েছেন সোহানিয়া। টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেন তিনি। পরবর্তীতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
শিক্ষাজীবনে সমানতালে এগিয়েছেন সোহানিয়া। টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেন তিনি। পরবর্তীতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
বিপি/আইএইচ
