শাশুড়িকে দেখতে ফের হাসপাতালে জোবাইদা রহমান
রাজধানীর ধানমন্ডিতে থাকা মায়ের বাসায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ফের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেলেন ডা. জোবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে হাসপাতাল সূত্র ও দলীয় একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, শাশুড়িকে দেখতে রাত ৮টার পর হাসপাতালে পৌঁছান ডা. জোবাইদা।
এর আগে তিনি বেলা পৌনে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে ঢাকায় পা রাখেন এবং বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়িকে দেখতে যান। সেখানে বিএনপির চেয়ারপারসনের পাশে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর ধানমন্ডিতে মায়ের বাসায় যান জোবাইদা রহমান।
এদিকে, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার দুপুরেই খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি জটিলতায় সে যাত্রা পিছিয়ে গেছে।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার নির্ধারিত সময়ে বিমানটি ঢাকায় পৌঁছাতে পারেনি। কাতারের আমিরের পক্ষ থেকে জার্মাানির তৈরি আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার পৌঁছাতে পারে বলে জানা গেছে। সবকিছু স্বাভাবিক থাকলে রোববার (৭ ডিসেম্বর) সকালে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে।
এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের সদস্যসহ বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল— যাদের মধ্যে থাকবেন ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।
পাশাপাশি থাকবেন তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, সহকারী আব্দুল হাই মল্লিক, একান্ত সচিব মো. মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা শিকদার এবং এসএসএফের দুজন সদস্য।
৮০ বছর বয়সি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়, এবং এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারক করছে। এরইমধ্যে চীন ও যুক্তরাজ্য থেকেও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক দলটির সঙ্গে যুক্ত হয়েছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চলছে।
