‘ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করা চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার’
ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করে দেয়া শিল্প-কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলে, শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না। এজন্য বিনিয়োগ আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
শুক্রবার (৫ ডিসেম্বর) কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে নতুন মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার দেশের যে অবস্থা করে গেছে তা থেকে স্বাভাবিক অবস্থায় আনতে অনেকটা সময় লেগেছে। নতুন করে শিল্প-কারখানা প্রতিষ্ঠার জন্য বিডা ও শিল্প মন্ত্রণায়ের উদ্যোগে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সাথে যোগাযোগ চলছে। হয়তো আমরা থাকবো না কিন্তু আমাদের কাজের ফলাফলে আপনারা নিশ্চয়ই খুশি হবেন।
তিনি আরও বলেন, চিনিকলটির আধুনিকায়ন এবং আখ মাড়াই ও চিনি উৎপাদন যন্ত্রপাতি প্রতিস্থাপনের বিএমআরআই প্রকল্পটি (আধুনিকায়ন) অচিরেই কার্যক্রম শুরু করবে। আমি আশা করেছিলাম আজই বিএমআরআই চালু হবে। পরে জানলাম, কিছু কাজ বাকি আছে। তবে কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে অচিরেই এটি কার্যক্রমে ফিরিয়ে আনা হবে। খুব দ্রুত আমরা প্রকল্পটি চালু করবো।
এ ছাড়াও আখচাষি, কৃষক এবং অস্থায়ী শ্রমিকদের সমস্যা সমাধান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এরমধ্যে বাস্তবসম্মত পাঁচ বছরের রোডম্যাপ হাতে নিয়েছে বলে জানান শিল্প উপদেষ্টা।
