স্বামীর হাত থেকে বাঁচতে অস্ট্রিয়া থেকে পালালেন অভিনেত্রী

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক ঢাকা
প্রকাশিত:২৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম
স্বামীর হাত থেকে বাঁচতে অস্ট্রিয়া থেকে পালালেন অভিনেত্রী
স্বামী পিটার হাগের সঙ্গে অভিনেত্রী সেলিনা জেটলি। ছবি: এনডিটিভি

স্বামী পিটার হাগের বিরুদ্ধে সংসারে অশান্তি, মানসিক, শারীরিক ও যৌন নির্যাতন এবং প্রতারণার অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) অভিনেত্রী করা অভিযোগের ভিত্তিতে পিটার হাগকে নোটিশ পাঠিয়েছে মুম্বাইয়ের একটি আদালত।

সেলিনা আদালতে অভিযোগ করে বলেছেন, বিয়ের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে শারীরিক, মানসিক- এমনকি যৌন নির্যাতনের শিকার হয়েছেন। 

তার দাবি, নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে যায় যে তিনি অস্ট্রিয়া থেকে পালিয়ে ভারতে ফিরে আসতে বাধ্য হন।

২০০৩ সালে জনশিন সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন সেলিনা। এরপর তিনি আরও বেশ কয়েকটা সিনেমায় অভিনয় করেন। পরে ২০১০ সালে তিনি অস্ট্রিয়ান উদ্যোক্তা ও হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন। তাদের ঘরে তিনটি সন্তানও রয়েছে। 

সেলিনা দুবারই যমজ সন্তানের জন্ম দেন। তবে দ্বিতীয়বার জন্ম নেওয়া শিশুদের একজন হৃদরোগে মারা যায়।

এদিকে আদালতে জমা দেওয়া আবেদনে সেলিনা দাবি করেছেন, পিটার তাকে কাজ করতে নিষেধ করতেন এবং তার আর্থিক স্বাধীনতা নিয়ন্ত্রণ করতেন। 

সেলিনা তার হারানো আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি টাকা, প্রতি মাসে ১০ লাখ টাকা ভরণপোষণ এবং তাদের সন্তানদের হেফাজতের দাবি করেছেন। বর্তমানে তাদের তিন সন্তানই অস্ট্রিয়ায় বাবার সঙ্গে থাকছে।

গত বছর নিজের ১৪তম বিবাহবার্ষিকী উপলক্ষে দেওয়া এক আবেগঘন পোস্টে সেলিনা তার দাম্পত্য সম্পর্কের উত্থান-পতনের কথা জানান। যদিও তখন কোথাও ভবিষ্যৎ সংকটের ইঙ্গিত পাওয়া যায়নি।

কে এই পিটার হাগ?
পিটার হাগ দুবাই ও সিঙ্গাপুরের বেশ কয়েকটি নামী হোটেল গ্রুপে পদাধিকারী ছিলেন। তিনি ব্র্যান্ড স্ট্র্যাটেজি এবং হসপিটালিটি ব্যবসায় পরিচিত মুখ।

এদিকে আদালতে সেলিনার দায়ের করা মামলার শুনানি এখনো শুরু হয়নি। উভয় পক্ষই আইনগত প্রস্তুতি নিচ্ছেন। বলিউড মহল এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এ ঘটনাকে এখন বড় আলোচনার বিষয় হিসেবে দেখা হচ্ছে। তথ্যসূত্র: এনডিটিভি