ঢাকায় কী করছেন হলিউউ তারকা অরল্যান্ডো ব্লুম

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ নভেম্বর ২০২৫, ০৩:০৩ এএম
ঢাকায় কী করছেন হলিউউ তারকা অরল্যান্ডো ব্লুম

হলিউড তারকা অরল্যান্ডো ব্লুম চার দিনের সফরে ঢাকায় এসেছেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে এই সপ্তাহে ঢাকায় এসেছেন তিনি। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইউনিসেফ।

গত বুধবার অরল্যান্ডো ব্লুম কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রমের অবস্থা খতিয়ে দেখেন এবং তাদের সঙ্গে সময় কাটান।

অরল্যান্ডো ব্লুমকে উদ্ধৃত করে ইউনিসেফ বুধবার ইনস্টাগ্রামে জানিয়েছে, তিনি আট বছরের বেশি সময় পর আবারও বাংলাদেশে এসেছেন। এবার তিনি কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন, যেখানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন এবং এর অর্ধেকের বেশি শিশু।

ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, অরল্যান্ডো ব্লুম রোহিঙ্গা শিশু, তরুণ, কমিউনিটি কর্মী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন।

অরল্যান্ডো ব্লুম ২০০৯ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রমে যুক্ত থেকেছেন।

‘লর্ড অব দ্য রিংস’ ছবিতে অভিনয় করে তারকা হয়ে ওঠেন অরল্যান্ডো ব্লুম। এরপর তিনি ‘ব্ল্যাক হক ডাউন’, ‘ট্রয়’, ‘কিংডম অব হ্যাভেন’, ‘থ্রি মাসকেটিয়ার্স’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এবং ‘দ্য হবিট’-এর মতো বড় বড় ছবিতে দেখা গেছে তাকে।