আমার যে ফিটনেস এটা খুব কষ্ট করে বানিয়েছি: মারিয়া মিম
দেশের শোবিজ জগতে নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছেন মারিয়া মিম। বর্তমানে তিনি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সামাজিকমাধ্যমে প্রায়ই ভক্তদের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন, যেখানে বৈচিত্র্যময় লুকে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় তাকে। এবার নিজেকে ফিট রাখার কিছু টিপসও জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক আয়োজনে লাল শাড়ি ও স্লিভলেস ব্লাউজে হাজির হয়ে সকলের নজর কাড়েন মারিয়া মিম। তিনি জানান, ওই অনুষ্ঠানে আসার সময় শাড়িটি তার ছেলে পছন্দ করে দিয়েছিল।
নিজের ফিটনেস নিয়ে মারিয়া মিম বলেন, ‘শরীর ফিট রাখতে ওয়ার্কআউট করা দরকার। আমার যে ফিটনেস এটা খুব কষ্ট করে বানিয়েছি। প্রতিদিন ওয়ার্ক আউট করা হচ্ছে। আমি অনেক কম খাই, এমন না যে ডায়েট করছি- এটা খাব ওটা খাব না। সবই খাই, বাট কম কম খাই।’
সামাজিকমাধ্যমে ছবি প্রকাশ করার পর নানা ধরনের মন্তব্য দেখা মেলে। সেসব দেখেন কি-না? এমন প্রশ্নের জবাবে মারিয়া মিম বলেন, ‘সামাজিকমাধ্যমের পোস্টে কে কমেন্ট করছে সেগুলো আমি দেখি না। আমার ম্যানেজার বা এডমিন যারা আছে তারাই এসব হ্যান্ডেল করে।’
অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই সূত্রেই বাংলাদেশে থিতু হন স্পেনপ্রবাসী মারিয়া মিম। শুরু করেছিলেন মডেলিং, স্বপ্ন দেখেছিলেন শোবিজে ক্যারিয়ার গড়ার। কিন্তু ব্যক্তিগত জীবনের টানাপড়েনে সে স্বপ্ন বেশি দূর এগোয়নি। সিদ্দিক ও মারিয়া মিমের সংসারে এক পুত্র সন্তান থাকলেও ২০১৯ সালে আলাদা হয়ে যান এই দম্পতি।
